Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবু হুরাইরা [রাযি] থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন "যে ব্যক্তি শিকার বা পাহারাদারীর উদ্দেশ্য ব্যতীত [শুধুমাত্র শখের বসে] কুকুর পালবে, প্রতিদিন তার আমলের একটি বিরাট অংশ নষ্ট হয়ে যাবে। {বুখারী,মুসলিম, মিশকাত-৩৫৯পৃঃ}
arefin:
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ্ব করে এবং হজ্বের প্রক্কালে অশ্লীল কথা ও কাজ এবং পাপ থেকে বিরত থাকে, সে মায়ের পেট থেকে জন্মগ্রহণের দিনের মত নিষ্পাপ হয়ে ফিরে আসে।
এ হাদীসটি নিম্ন বর্ণিত হাদীসের কিতাবে বর্ণিত
১-মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১৭৮৩
২-সহীহ বুখারী, হাদীস নং-১৪৪৯২
৩-সুনানে বায়হাকী কুবরা, হাদীস নং-১২৩৩
৪-শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৮৮
৫-মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-৬১৯৮
৬-মুসনাদে আহমাদ, হাদীস নং-৭৩৮১
৭-মুসনাদে ইবনুল জা’দ, হাদীস নং-৮৯৬
৮-মুসনাদে হুমায়দী, হাদীস নং-১০০৪
৯-মুসনাদে তায়ালিসী, হাদীস নং-২৫১৯
১০-সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৮৮৯
১১-সুনানে দারা কুতনী, হাদীস নং-২১৩
১২-সুনানে দারেমী, হাদীস নং-১৭৯৬
১৩-সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬৯৪
১৪-সহীহ মুসলিম, হাদীস নং-৩৩৫৭
১৫-কানযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-১১৮২৯
১৬-মুসনাদে ইসহাক বিন রাহুয়াহ, হাদীস নং-১৯৪
১৭-মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৮৮০০
১৮-মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১১৩৯
arefin:
হযরত উবাই ইবনে কাব (রা) বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবুল মুনযির! ( এটি ইবনে কাব রাঃ এর উপনাম) তোমার জানা আছে কি, তোমার কাছে কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত কোনটি? আমি বললাম, আল্লাহ্ ও তাঁর রাসূলই ভাল জানেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, আবুল মুনজির! তোমার জানা আছে কি, কিতাবুল্লাহর সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ আয়াত তোমার নিকট কোনটি? আমি বললাম,اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ( আয়াতুল কুরসী)। তিনি আমার বুকের উপর হাত মারলেন ( যেন এরূপ উত্তরের জন্য বাহবাদিলেন) এবং বললেন, হে আবুল মুনযির! তোমার জন্য ঈলম মোবারক হোক।
{ সহীহ মুসলিম, হাদিস নং-১৮৮৫}
arefin:
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের প্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল নামায। তিনি বলেছেন, আমাদের মহান রব তাঁর ফেরেশতাদেরকে বলবেন, অথচ তিনি অধিক অবগত,আমার বান্দার নামায দেখ, সে কি তা পূর্ণ করেছে, না অসম্পূর্ণ রেখেছে? যদি পূর্ণ হয়ে থাকে তাহলে তার জন্য পূর্ণরূপেই লেখা হবে। আর যদি তাতে কোন অসম্পূর্ণতা থাকে তাহলে তিনি বলবেন, দেখ আমার বান্দার কি কোন নামাজ (নফল) আছে? যদি তার কোন নফল থাকে, তাহলে তিনি বলবেন, আমার বান্দার ফরযকে তার নফল থেকে পূর্ণ করে দাও। অতঃপর অন্যান্য আমল এই নিয়মে গ্রহণ করা হবে।
{ সুনান আবু দাউদ, হাদিস নং-৮৬৪, জামে তিরমিযি, হাদিস নং-৪১৩}
arefin:
হযরত আনাস বিন মালিক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-দুআ হল ইবাদতের মগজ। {সুনানে তিরমিযী, হাদীস নং-৩৩৭১}
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version