Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
হযরত আমর ইবনে শুয়াইব (রা) ইরশাদ করেছেন,কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মোমিন হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে এই ঈমান রাখবে যে, যাবতীয় ভালমন্দ তাকদীরের যা আছে তাই হয়, তা আল্লাহর পক্ষ থেকেই হয়।
{ মুসনাদে আহমাদঃ ২/১৮১}
arefin:
হযরত আবূ দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি জিনিসের কথা বলব না, যা তোমাদের সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ; তোমাদের প্রতিপালকের নিকট সবচেয়ে পবিত্র; তোমাদের মর্যাদাকে আরো বুলন্দকারী; আল্লাহর রাস্তায় সোনা-রুপা খরচ করা থেকে এবং জিহাদের ময়দানে শত্রুর প্রাণ নেওয়া ও শত্রুর হাতে প্রাণ দেওয়া থেকেও উত্তম? সাহাবারা বললেন, অবশ্যই বলুন। তিনি বললেন, তা হল আল্লাহর যিকির।
{জামে তিরমিযী, হাদীস : ৩৩৭৭; ইবনে মাজাহ, হাদীস : ৩৭৯০}
arefin:
হযরত আবু মুসা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার প্রতিপালককে স্মরণ করে আর যে করে না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মৃতের মতো। (অর্থাৎ যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত। আর যে স্মরণ করে না সে মৃত)।
{সহীহ বুখারী, হাদীস : ৬৪০৭; মুসলিম, হাদীস : ৭৭৯}
sumon_acce:
Thanks for sharing.
arefin:
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন। মানুষ যখন মারা যায়, তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়। তিনটি পথ ছাড়া। একটি হল সদকায়ে জারিয়া, দ্বিতীয় হল ঐ দ্বীনী কাজ যার দ্বারা মানুষ উপকৃত হয়, তৃতীয় হল নেক সন্তান যে তার জন্য দুআ করে।
সুনানে আবু দাউদ, হাদীস নং-২৮৮২,
সুনানে নাসায়ী, হাদীস নং-৬৪৭৮,
সুনানে তিরমিযী, হাদীস নং-১৩৭৬,
সুনানে বায়হাকী, হাদীস নং-১২৪১৫,
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩০১৬,
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version