Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (17/35) > >>

arefin:

উবাদা ইবনে সামেত রাযি. থেকে বর্ণিত , রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন , পৃথিবীর বুকে কোনো মুসলমান যখন আল্লাহ তা'আলার কাছে কোনো দুআ করে, তখন আল্লাহ তাআলা তা কবুল করে তাকে সেই বস্তু দান করেন অথবা ঐ বস্তুর সমপর্যায়ের কনো বিপদ সরিয়ে নেন। তবে শর্ত হলো সে দু'আ যেন গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুআ না হয়।’

{মুসনাদে আহমাদ,হাদিস নং-২২২৭৭, তিরমিযি,হাদিসঃ৩৩৯২,আল মুজামুল আওসাত,হাদিস নং-১৪৭, তাহাবী শরীফ}

arefin:
আবু সাঈদ খুদরী [রাযি] থেকে বর্ণিত যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ জান্নাতে এমন গাছ আছে যে, কোন আরোহী এর ছায়ায় যদি একশ' বছরও চলে তবুও তা শেষ করতে পারবে না।

{সুনানে তিরমিযী, হাদিস নং-২৫২৬}

arefin:
আলী [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি এতটুকু পাথেয় ও বাহনের অধিকারী হয় যা তাকে বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে এরপরও যদি সে হজ্জ পালন না করে তবে সে ইয়াহুদী হয়ে মরল বা নাসারা হয়ে মরল এই বিষয়ে [আল্লাহর] কোন পরওয়া নেই। কারণ আল্লাহ তায়া'লা তাঁর পবিত্র কিতাবে ইরশাদ করেন "মানুষের মাঝে যার সেখানে [কাবা শরীফে] যাবার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ্ব করা তার উপর আবশ্য কর্তব্য।" {সুনানে তিরমিযী-৮১০}

arefin:
হযরত আমের ইবনে রবীআহ (রাঃ) বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি- "আমার উপর দরূদ পাঠকারী যতক্ষণ দরূদ পড়ে ফেরেশতারা তার জন্য দুআ করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা, সে দরূদ বেশি পড়বে না কম।"

{মুসনাদে আহমদ ৩/৪৪৫; মুসান্নাফ ইবনে আবী শাইবা ৬/৪০; সুনানে ইবনে মাজাহ, হাদীস : ৯০৭}

arefin:
হযরত আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আমার দুইজন প্রতিবেশী আছে। আমি (কোনো কিছু হাদিয়া দিতে চাইলে) তাদের কোন জনকে দিব?’ উত্তরে তিনি বললেন, ‘দু’জনের মধ্যে যার ঘর তোমার বেশি নিকটে।’

{সহীহ বুখারী ১/৩০০}

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version