Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (4/35) > >>

arefin:
আবু উমামা রাঃ থেকে বর্ণিত,তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাশাদ করেছেন-
> যে ব্যক্তি ঝগড়া করা থেকে বিরত থাকে যদিও সে সত্যের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে আমি তার জন্য জান্নাতের কিনারের একটি গৃহের জিম্মাদারী নিচ্ছি।
>আর যে ব্যক্তি মিথ্যা বলা থেকে বিরত থাকে যদিও তা ঠাট্টার ছলে হয়, ঐ ব্যক্তির জন্য জান্নাতের মধ্যবর্তি স্থানে একটি গৃহের জিম্মাদারী নিচ্ছি।
>আর যে ব্যক্তির চরিত্র উন্নত তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি গৃহের জিম্মাদারী নিচ্ছি ।
{আবু দাউদ ৪৮০০, বাইহাক্বি ২১৭৮০, শুআবুল ঈমান ৮০১৭}

sonia_tex:
keep it up Sir.....thanks....

arefin:
হযরত আলী (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাশাদ করেছেন,"যখন কোন মুসলমান নাময আদায় শেষে সেই স্থানেই বসে থাকে,তখন ফেরেশতাগণ তার জন্য ঐ সময় পর্যন্ত দু'আ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত সে ঐ জায়নামাযে থাকে" (যেখানে সে নামায আদায় করেছে ); ফেরেশতাদের দো'আ হচ্ছে- اللهم اغفر له اللهم ارحمه অর্থাৎ, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন।তার উপর রহম করুন।
{বাইহাকী, কানযুল উম্মাল,হাদিসঃ ১৯০৭২}

arefin:
হযরত সুফিয়ান ইবনে আসীদ হাযরামী(রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাশাদ করেছেন- এটা অনেক বড় খিয়ানত যে, তুমি তোমার ভাই এর কাছে মিথ্যা কথা বল, আর সে তোমার এই কথাকে সত্য মনে করে।
{সুনান আবু দাউদ,হাদিস-৪৯৭১}

## মিথ্যা এমনিতেই কবিরাহ গুনাহ,কিন্তু কোন কোন অবস্থায় এর কঠোরতা আরো বেড়ে যায়। তার মধ্যে একটি অবস্থা হল, এক ব্যক্তি কারো উপর পূর্ণ আস্থা রাখে। আর সে তার ঐ আস্থার অপব্যবহার করে তাকে মিথ্যা বলে এবং ধোঁকা দেয়।

arefin:
হযরত আদি ইবনে হাতেম (রা) বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন -" তোমাদের প্রত্যেকের সাথে তার প্রতিপালক কথা বলবেন। তার এবং আল্লাহর মাঝে কোন দোভাষী থাকবে না। সেখানে সে তার ডানদিকে তাকিয়ে তার পূর্বে পাঠানো আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না; আবার বামদিকে তাকিয়েও নিজের আমল ছাড়া আর কিছুই দেখতে পাবে না।আর সামনে তাকিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই দেখতে পাবে না। তাই তোমরা এক টুকরা খেজুর সদকা করে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর।

সহীহ বুখারী, হাদীস নং-১৪১৩,১৪১৭,৩৫৯৫,৬০২৩,৬৫৩৯,৬৫৬৩,৭৪৪৩,৭৫১২
সহীহ মুসলিম, হাদীস নং-১০১৬
সুনানে নাসায়ী, হাদীস নং-২৫৫২,২৫৫৩
মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭৭৮২

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version