Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে ঐরূপ ব্যবহার করি যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উওম মজলিসে(ফেরেশতাদের মজলিসে) তার আলোচনা করি।
সহীহ বুখারী,হাদীস নং- ৭৪০৫;৭৫০৫,৭৫৩৬,৭৫৩৭
সহীহ মুসলিম, হাদীস নং - ২৬৭৫
সুনানে তিরমিযী, হাদীস নং-২৩৮৮,৩৬০৩
সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৮২২
মুসনাদে আহমাদ, হাদীস নং- ৭৩৭৪,৮৪৩৬,৮৮৩৩,৯০০১,৯০৮৭,৯৩৩৪,৯৪৫৭, ১০১২০,১০২৪১,১০৩০৬,১০৩২৬,১০৪০৩,১০৫২৬,১০৫৮৫,২৭২৭৯,২৭২৮৩
arefin:
হযরত জাবির ইবনে ওতাইক বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার পথে নিহত হওয়া ছাড়াও আরো সাত শ্রেণীর শহীদ আছেন। যথা-
প্লেগ রোগে মৃত্যুবরণকারী শহীদ, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ, যাতুল জাম্বে (ফুসফুসের একটি বিশেষ ব্যাধি) মৃত্যুবরণকারী শহীদ, পেটের পীড়ায় মৃত্যুবরণকারী শহীদ, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী শহীদ, ধ্বসের নীচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণকারী নারী শহীদ।
{মুসনাদে আহমদ ৫/৪৪৬; সুনানে আবু দাউদ, হাদীস : ৩১১১; সুনানে নাসায়ী ৪/১৩-১৪}
## সম্প্রতি মুন্সীগঞ্জে লঞ্চডুবিতে প্রায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে । আল্লাহ্ তাদেরকে শহীদী মৃত্যুর মর্যাদা দান করুন এবং তাদের পরিবারগুলোকে ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন
nature:
--- Quote from: arefin on March 10, 2012, 09:39:45 PM ---Not very important to know....It is most important to follow.
--- End quote ---
Thanks sir for sharing, we must try to follow it.
arefin:
হযরত হুজাইফা (রা) বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, (ফিতনার যুগে) কিছু লোক এমন হবে যারা জাহান্নামের দরজার দিকে ডাকবে(অর্থাৎ তাদের দাওয়াত এমন ভ্রষ্টতাপূর্ণ হবে, যা জাহান্নামের দিকে নিয়ে যাবে);যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে!(হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন) আমি আরয করলাম, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তাদের বিবরণ দিন। তিনি বললেনঃ তারা আমাদের সম্প্রদায়ই এবং আমাদের ভাষায়ই কথা বলবে! ( অর্থাৎ, পরিচয়ে তারা মুসলমান বলবে এবং নিজেদের মতলব সিদ্ধির জন্য ইসলামী পরিভাষাসমূহ নিজেদের মনগড়া অর্থে ব্যবহার করবে)।(হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন) আমি আরয করলামঃ আমি যদি এই অনিষ্টকালের মুখোমুখি হই তাহলে কি করব বলে দিন! তিনি বললেনলঃ মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ দল ও তাদের ইমামের সঙ্গে একাত্ম হয়ে থাকবে। আরয করলামঃ যদি তখন মুসলমানদের কোন সংখ্যাগরিষ্ঠ দল এবং ইমামও না থাকে তাহলে? ইরশাদ করলেনঃ তাহলে সকল দল থেকে বিচ্ছিন্ন হয়ে থেক। যদি বৃক্ষের শেকড়ের কাছে গিয়ে আশ্রয় নিতে হয় তাহলে তাই করো এবং যেন ওই অবস্থাতেই তোমার মৃত্যু হয়।
{সহীহ বুখারীঃহাদীস নং- ৬৬৭৯,৩৩৩৬; সহীহ মুসলিমঃহাদীস নং-৩৪২৬; সুনান ইবনে মাজাহঃহাদীস নং- ৩৯৬১;মেশকাত শরীফঃ ৪৬১}
##এই হাদিসে ফিতনার যুগে ফিতনা থেকে বেঁচে থাকার একটি উৎকৃষ্ট পদ্ধতি বলে দেওয়া হয়েছে।আল্লাহ তা'আলা আমাদের সকল প্রকার ফেতনা থেকে বাঁচিয়ে রাখুক। আমিন।
shaikat:
সুবহানাল্লাহ...
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version