Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
sethy:
Very good effort. Thanks sir for sharing.
arefin:
হযরত ইমরান ইবন হুসাইন (রা) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের মাঝে ভূমিধস,গঠন বিকৃতি,আকাশ থেকে প্রস্তর বর্ষণের আযাব অবতীর্ণ হবে। এক সাহাবী আরয করলেনঃ হে রাসূল! কবে হবে এই আযাব? তিনি ইরিশাদ করলেনঃ "যখন গান-বাদ্য, নর্তকী, বাদ্যযন্ত্র আর মদে সয়লাব হবে তখন!
{তিরমিযযী শরীফঃ ২/৪৪}
অন্য হাদিসে আছে, হযরত ইবনে আব্বাস(রা) বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,যখন কোন এলাকায় জিনা এবং সুদ ছড়িয়ে পড়বে, তখন সেই এলাকার লোকেরা তাদের উপর আল্লাহর আযাব ডেকে নিয়ে আসলো।
{মাজমাউয যাওয়ায়েদ,মুসতাদারেক হাকেম}
## ভূমিকম্প,ভূমিধস ইত্যাদি আল্লাহর আযাব আমাদের নিজ হাতের কামাই। আমাদের পাপের কারণেই এগুলো বারবার আসছে,আজকেও কয়েক ঘণ্টা আগে ঢাকাতে ভূমিকম্প অনুভুত হয়েছে। তবুও আমরা সতর্ক হচ্ছি না; গান-বাদ্য,সুদ, মদ, ব্যবিচার থেকে থাকছি না।আল্লাহ্ তা'আলা আমাদেরকে এই সব পাপ থেকে বাঁচিয়ে রাখুক এবং তার আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন
arefin:
হযরত আবদুল্লাহ ইবনে আমর রা বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়কে তার মর্যাদা ও অধিকার দেয় না সে আমাদের দলভুক্ত নয়।’
jas_fluidm:
thanks sir
arefin:
হযরত আবু উসামা [রাযি] থেকে বর্ণিত, নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেন, দুটো ফোঁটা এবং দুটো চিহ্ন থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কিছু নেই।
[ফোটা দুটো হল] আল্লাহর ভয়ে রোদনের অশ্রুফোটা এবং আল্লাহর পথে প্রবাহিত রক্তের ফোটা।
আর দুটো চিহ্ন হল, আল্লাহর পথে [আঘাতের] চিহ্ন এবং আল্লাহর নির্দ্ধারিত কোন ফরজ ইবাদত আদায়ের চিহ্ন।
{সুনানে তিরমিযী, হাদিস নং-১৬৭৫}
কতই না সৌভাগ্যবান/সৌভাগ্যবতী যাঁরা আল্লাহর প্রিয় এই জিনিসগুলা অর্জন করতে পারে।
হে মালিক! অন্তরের অন্তস্থল থেকে বলছি, আমাদেরকেও তোমার এই প্রিয় জিনিসগুলো অর্জন করার তৌফিক দাও।
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version