Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
হযরত আবু হুরাইরা(রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেয়ামতের দিন নেয়ামত সম্পর্কে বান্দাকে প্রথম যে প্রশ্নটি করা হবে সেটি হলো- আমি কি তোমাকে সুস্বাস্থ্য দান করিনি? ঠাণ্ডা পানি দিয়ে কি তোমার পিপাসা নিবারণ করিনি?
{কানযুল উম্মাল,হাদিস নং- ৬৪১৬ ,সুনানে তিরমিযী, হাদিস নং-৩৩৬৯, মিশকাত শরীফঃ ২/৬৫৬}
arefin:
হযরত আবদুল্লাহ ইবনে উমর(রা) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- একটি অন্যতম কবিরা গুনাহ হলো নিজ পিতা-মাতাকে গালি দেওয়া। সাহাবারা বিস্ময়মাখা কন্ঠে বললেন-' নিজ পিতা-মাতেক কিভাবে মানুষ গালি দেয়?!' তিনি ইরশাদ করলেন- ' সে অন্যের পিতা-মাতাকে গালি দেয়, আর তার গালির জবাবে ঐ ব্যক্তি তার পিতা-মাতাকে গালি দেয়।' (এটি প্রকারান্তরে তার নিজ পিতা-মাতাকেই গালি দেওয়া)
{ আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, হাদিস নং-২৭}
arefin:
হযরত সাওবান [রাযি] হতে বর্ণিত, রাসুলুল্লাহ [ﷺ] সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "কোন মুসলমান যখন তার কোন রোগী মুসলমান ভাইকে দেখতে যেতে থাকে, তখন সে বেহেশতের ফল আহরণ করতে থাকে [অথবা বেহেশতের পথে চলতে থাকে] যতক্ষণ না সে প্রত্যাবর্তন করে । {মুসলিম, মেশকাত-১৪৪১}
arefin:
আয়েশা (রা) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি (সা) বলেনঃ যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং কুরআনে অভিজ্ঞও- সে ব্যক্তি অতি সম্মানিত ফেরেশতাদের অন্তর্ভুক্ত হবে। আর যে ব্যক্তি কুরআন পাঠের সময় আটকে যায় এবং কষ্ট করে পড়ে, তার জন্য দু’টি বিনিময়(দ্বিগুণ সাওয়াব) অবধারিত।
{সুনান আবু-দাউদ ,হাদীস নং-১৪৫৪}
arefin:
ইবনে ওমর [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ "আল্লাহর লানত মদের উপর, তা পানকারীর উপর, যে পান করায় তার উপর, যে বিক্রি করে তার উপর, যে খরিদ করে তার উপর, যে নিংড়ায় তার উপর এবং যার নির্দেশে নিংড়ায় তার উপর, আর যে ব্যক্তি তা বহন করে এবং যার জন্য বহন করে, সকলের উপর।" {সুনানে আবু দাউদ, হাদিস নং-৩৬৩৩}
~~ মদের সাথে সম্পর্কিত সবার উপর আল্লাহর অভিশাপ পড়ছে, কি পরিমান ভয়াবহ ব্যাপার, একটু চিন্তা করে সতর্ক হতে চেষ্টা করি।
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version