Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (8/35) > >>

arefin:
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ্‌ এবং শেষদিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়; আর যে ব্যক্তি আল্লাহ্‌ এবং শেষদিবসের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে ইকরাম (মেহমানদারি করা, তার আগমনে সন্তুষ্টি প্রকাশ করা ইত্যাদি) করে; আর যে ব্যক্তি আল্লাহ্‌ এবং শেষদিবসের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে,অথবা নীরব থাকে।

{সহীহ বুখারী,হাদিস নং-৬০০৮, সহীহ মুসলিম,হাদিস নং-৪৭}

sonia_tex:
Thank you Sir for your nice attempt..we all should know and follow them....looking forward for more.......

arefin:
আবু হুরায়রা [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেনঃ রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ "যে ব্যক্তি কোনো মুসলিমের দুনিয়ার কোন একটি পেরেশানী দূর করবে আল্লাহ তায়া'লা তার আখেরাতের একটি পেরেশানী দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলিমের একটি দোষ গোপন রাখবে আল্লাহ তায়া'লা দুনিয়া ও আখিরাতে তার দোষ ঢেকে রাখবেন। আল্লাহ ততক্ষণ কোন বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ সে তার এক ভাইয়ের সাহায্যে ব্যস্ত থাকে।"

arefin:
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ
তোমাদর কেউ যখন নামাযে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলে, যতক্ষণ সে তার জায়নামাযে (নামাযের স্থানে ) থাকে।

{সহীহ বুখারী,হাদিস নং- ৪২৬}

arefin:
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুসলমানদের ত্রুটি-বিচ্যুতি মাফ করে আল্লাহ্‌ তা'আলা কেয়ামতের দিন তার ত্রুটি-বিচ্যুতি মাফ করে দিবেন।

{ সহীহ ইবনে হিব্বানঃ ১১/৪০৫}

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version