Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবু সা'ঈদ খুদরী(রা) থেকে বর্ণত, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেন, কাউকে ছবর (ধৈর্য্য) অপেক্ষা উত্তম ও প্রশস্ত কোন কিছু দান করা হয় নাই।
{সহীহ বুখারী,হাদিস নং-১৬৯}
## ধৈর্য্য মানে ছবর আসলেই আল্লাহ তা'আলার বিশেষ পুরস্কার। ধৈর্য্যশীলদের জন্য দুনিয়া এবং আখেরাত উভয়স্থানেই শান্তি।আর আল্লাহ্ তা'আলা বলেছেন-إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
নিশ্চয়ই আল্লাহ তা'আলা রয়েছেন ধৈর্য্যশীলদের সাথে। (সূরা আনফালঃ ৮)
arefin:
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাঃ বলনে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,সুন্দর করে কুরআন তিলাওয়াতকারীকে জান্নাতে বলা হবে ধীর-ধীরে সুন্দরভাবে কুরআন তিলাওয়াত করতে থাক,আর উচ্চাসন লাভ করতে থাক। যে আয়াতে তোমার তিলাওয়াত শেষ হবে সেই উচ্চাসনে তোমার স্থান হবে।
{আবু দাউদ , হাদিস নং-১২৫২ }
arefin:
হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধ্বংস হোক, ধ্বংস হোক, পুনরায় ধ্বংস হোক!! সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! কার কথা বলছেন? তিনি বললেন, যে তার পিতা-মাতা উভয়কে বা কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পেয়েছে, অথচ সে (তাদের খিদমত করে) জান্নাতে যেতে পারে নি।
{সহীহ মুসলিম,হাদিস নং-৪৬০৫}
arefin:
হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে।
{সুনান তিরমিযী, হাদিস নং-১২০৯}
arefin:
হযরত আবু মাস'ঊদ বদরী (রা) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় মানুষ নবুওয়াতের কালাম (বাক্য) থেকে যা কিছু লাভ করেছে, তার একটি এই যে, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি যা ইচ্ছা তা করতে পার।
{ সহীহ বুখারী, হাদিস নং-৩৪৮৪}
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version