Religion & Belief (Alor Pothay) > Hadith

One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)

<< < (15/35) > >>

arefin:
হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের ঘর-বাড়িকে কবরখানায় পরিণত করো না (অর্থাৎ ইবাদাত শূন্য রেখো না)। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, সে ঘরে শয়তান ঢূকতে পারে না।

১)তিরমিযি, ফী সাওয়াবিল কোরআন, বাব- ২
২)মুসলিম, মিনাল মুসাফিরিন, হাদিস-২১২
৩)মুসনাদে আহমাদঃ ২/২৮৪,৩৩৭,৩৭৮,৩৮৮
৪)আবু দাউদ, মানাসিক,বাব-৯৯
৫)শারহুস সুন্নাহঃ ৪/৪৫৬
৬)কানযুল উম্মাল-৪২৫১১
৭)তারগীব ওয়া তারহীবঃ ২/৩৬৯
৮) দুরুরল মানসুরঃ ১/১৯
৯)ফাতহুল বারীঃ ১/৫৩০
১০) যাদুল মাইয়াসসারঃ ১/১৯

arefin:
ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন- রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরে বললেন:
দুনিয়াতে অপরিচিত অথবা ভ্রমণকারী মুসাফিরের মত হয়ে যাও। ইবনে উমার (রাঃ) বলতেন, সন্ধ্যা বেলা যখন তোমার সাধ্য হবে, তখন সকালের অপেক্ষা করো না। আর সকাল আসলে সন্ধ্যার অপেক্ষা করো না। অসুস্থতার পূর্বে সূস্থতার মূল্য অনুধাবন কর, আর মৃত্যুর জন্য জীবিত অবস্থায় সংগ্রহ করে নাও।

[বুখারী: ৬৪১৬]

arefin:
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সাঃ) কে বলতে শুনেছি, “এ কালিজিরা সাম ব্যতীত সমস্ত রোগের নিরাময়। আমি বললাম, সাম কি? তিনি বললেন: মৃত্যু!” [বুখারী: ৫৬৮৭]

arefin:
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “সাত ব্যক্তিকে আল্লাহ্ তাঁর ছায়াতলে আশ্রয় দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোন ছায়াই অবশিষ্ট থাকবে না।
 তারা হলো:
 ১) ন্যায়পরায়ন শাসক,
 (২) যে যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে বড় হয়েছে,
 (৩) যে ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে গেলেও তার অন্তর এর সাথে সম্পৃক্ত থাকে,
 (৪) এমন দু’জন লোক যারা আল্লাহর জন্য পরস্পর ভালবাসা স্থাপন করেছে; এই সম্পর্কেই একত্র থাকে এবং বিচ্ছিন্ন হয়,
 (৫) এমন ব্যক্তি যাকে কোন অভিজাত পরিবারের সুন্দরী রূপসী নারী (খারাপ কাজে) আহ্বান করেছে কিন্তু সে তাকে এই বলে প্রত্যাখ্যান করেছে; আমি আল্লাহকে ভয় করি,
 (৬) এমন ব্যক্তি যে এত গোপনের দান-সদকা করেছে যে, তার ডান হাত যা দান করেছে তার বাম হাতও তা জানতে পারেনি যে, ডান হাত কি দান করেছে,
 (৭) যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করেছে এবং তার দু’চোখ বয়ে পানি পড়েছে।”
 [বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১]

arefin:
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, সালাত আদায়ের পর বান্দা যতক্ষন নিজ সালাতের স্থানে অবস্থান করে ফেরেশতাগণ তার জন্য এ বলে দোয়া করতে থাকে- "ইয়া আল্লাহ্‌ আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন" আর বান্দা যতক্ষন সালাতের অপেক্ষায় থাকে ততক্ষন পর্যন্ত সে সালাত রত বলে গন্য হয়।

[বুখারী, ৬১৮ অংশবিশেষ]

Navigation

[0] Message Index

[#] Next page

[*] Previous page

Go to full version