Religion & Belief (Alor Pothay) > Hadith
One Day One Hadith (প্রতিদিন একটি হাদিস)
arefin:
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ)বলেন,
‘মানুষ যখন মরে যায়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। তবে তিনটি উৎস থেকে তার নেকী প্রাপ্তি বন্ধ হয় না : সাদাকায়ে জারিয়া, এমন কোনো ইলম যা থেকে মানুষ উপকৃত হয় এবং সুসন্তান যে তার জন্য দু‘আ করে।’
{তিরমিযী : ১৩৭৬; মুসলিম : ১৬৩১; ইবন খুযাইমা : ২৪৯৪}
arefin:
সাঈদ (রা) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সৌভাগ্যের লক্ষণ এই যে, আল্লাহ্ তা'আলার তার জন্য যা ফয়সালা করেছেন, তাতে সে সন্তুষ্ট থাকে; দুর্ভাগ্যের লক্ষণ এই যে, আল্লাহ্ তা'আলা তার জন্য যা ফয়সালা করে রেখেছেন, তাতে সে অসন্তুষ্ট হয় এবং স্বীয় মঙ্গলের জন্য প্রার্থনাও করে না, চেষ্টাও পরিত্যগ করে।
{সুনান তিরিমিযী, হাদিস নং-২১৫১, মুসতাদারেক হাকেমঃ১/৫১৮,মুসনাদে আহমাদঃ ৫/২৮০, সুনান ইবনে মাজাহ, হাদিস নং-৪০২২, মুসনাদ আবু ইয়ালাঃ২/৬০, মেরকাত শরহে মেশকাত, হাদিস নং-৫৩০৩,ফতহুল বারীঃ ১১/১৮৪}
arefin:
হযরত আবু সাঈদ খুদরী (রা) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাজ্জ আল আসরী (রা) বলেছেন, ‘আমি তোমার মধ্যে দুটি গুণ দেখেছি, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হচ্ছে হিলম (ধৈর্য্য ও সহনশীলতা এবং প্রজ্ঞা ও বিচক্ষণতা)। আর অপরটি হল আনাত ( চঞ্চলতাশূন্য ধীর শান্ত স্বভাব এবং বিচারবিবেচনার গুণ)।
{সহীহ মুসলিম, হাদিস নং-২৫,২৬,আল আদাব, বাইহাকী, হাদিসঃ ১২৯, দালায়ইলুল নবুওয়াহ, হাদিস নং-২০৮৪,মুসনাদ আহমাদ, হাদিস নং- ২৩৪২৭,শুয়াবুল ঈমান, হাদিস নং-৭৯১৫,সুনান কুবরা,বাইহাকী,হাদিস নং-২০১৯৫}
arefin:
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-
যখন মানুষ গনীমতের সম্পদকে নিজের সম্পদ মনে করতে থাকবে।
আমানতের সম্পদকে গনীমতের সম্পদ মনে করতে থাকবে।
যাকাতকে বোঝা মনে করতে থাকবে।
দ্বীনী ইলম অর্জন করবে দুনিয়ার উদ্দেশ্যে।
স্ত্রীর আনুগত্ব করবে, মাকে কষ্ট দিবে।
বন্ধুকে আপন মনে করবে, পিতাকে পর মনে করবে।
মসজিদে হৈচৈ করবে।
ধর্মহীন লোকেরা গোত্রপতি হবে।
নীচ শ্রেণীর লোকেরা জাতির নেতৃত্বের আসনে সমাসীন হবে।
অনিষ্টতার ভয়ে মানুষের সম্মান করা হবে।
গায়িকা নারী ও বাদ্যযন্ত্রের প্রাবাল্য হবে।
মানুষ ব্যাপকভাবে মদ পান করবে।
পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে।
তখন রক্তিম ধোঁয়া এবং কঠিন প্রকম্পনের অপেক্ষা করবে। অপেক্ষা করবে মাটি ধ্বসে যাওয়ার। আকৃতি বিকৃত হয়ে যাওয়ার। আর আকাশ থেকে প্রস্তর বর্ষণের। এসব আযাবের সাথে সাথে কেয়ামতের অন্যান্য আলামতেরও অপেক্ষা করবে। যখন সুতাছেঁড়া তাসবীর গোটার মত একটার পর একটা আপতিত হতে থাকবে।
{সুনানে তিরমিযী, হাদীস নং-২২১১, কানুযুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, হাদীস নং-৩৮৭১৪, আল মু’জামুল আওসাত, হাদীস নং-৪৬৯, আল মু’জামুল কাবীর, হাদীস নং-৯১}
arefin:
আয়েশা (রা) হতে বর্ণীতঃ
রাসূল (সা) বলেছেনঃ ফজরের দু' রাকআত (সুন্নাত) পৃথিবী ও তাতে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। অন্য বর্ণনায় বলা হয়েছে, ঐ দু রাকআত আমার নিকট দুনিয়ার সবকিছু থেকে অধিক প্রিয়।
সহীহ মুসলিম, হাদীস ২৫
Navigation
[0] Message Index
[#] Next page
[*] Previous page
Go to full version